রাউজানে ২৬ হাজার টাকা জরিমানা আদায়

0
94

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধ সরকার ঘোষিত লকডাউন নিশ্চিত করতে রাউজান উপজেলা প্রশাসন মাঠে নেমে অভিযান চালায় ।

৬ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাউজান ফকির হাট বাজার, মুন্সির ঘাটা, পাখকাইন্যা পুকুর এলাকায় রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ রাউজান হাইওয়ে থানা পুলিশ, আনাসার বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে সড়কে লকডাইন অমান্য করে চলাচলকারী সিএনজি অটোরিক্সা, সহ অনান্য যানবাহন চলাচলে বাধা প্রদান করেন । অভিযান চলাকালে সড়কের উপর গ্যাস সিলিন্ডার ভর্তি দুটি ট্রাক দাড় করিয়ে রাখার অপরাধে মোসার্স হসিনা টেডিং কর্পোরোশনের মালিক রাইসুল ইসলাম থেকে ২০ হাজার টাকা, রাউজান ফকির হাট বাজারের শিব শংকর হোটেল থেকে ১হাজার টাকা, সড়ক পরিবহন আইনে মোটর সাইকেল চালক ফরহাদের কাছ থেকে ১হাজার টাকা, নয়ন থেকে ১হাজার টাকা, হৃদয় দত্ত থেকে ১ হাজার টাকা, জীপ চালক আবদুল ছবুর থেকে ১হাজার টাকা সহ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় । অভিযান চলাকালে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সাথে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ। অপরদিকে রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুনের নেতৃত্বে রাউজান থানা পুলিশ লকডাউন নিশ্চিত করতে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে ও হাফেজ বজলুর রহমান সড়ক, চট্টগ্রাম কাপ্তাই সড়কে লকডাউন অমান্য কারী সিএনজি অটো রিক্সাকে ধাওয়া করেন ।