রাউজানে ৩০ জন ভিক্ষুককে পুর্নবাসন

0
93

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে ভিক্ষুক পুর্নবাসন প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলা ভিক্ষুক পুর্নবাসন কর্মসুচির আওতায় রাউজানে ৩০ জন ভিক্ষুককে পুর্নবাসন সামগ্রী বিতরন করা হয় । গতকাল ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে রাউজান উপজেলা পরিষদ চত্বরে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৩০ জন ভিক্ষুককে বিকল্প কর্মসংস্থান করার লক্ষ্যে পুর্নবাসন সামগ্রী বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদের সঞ্চলনায় অনুষ্টিত পুর্নবাসন সামগ্রী বিতরন অনুষ্টানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মিজানুর রহমান, রাউজান উপজেলা সমবায় অফিসার মুজিবুর রহমান খান, রাউজান উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ -ই- জাহান, উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী রহমত উল্ল্রাহ, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহম্মদ প্রমুখ । অনুষ্টানে ৩০ জন ভিক্ষুককে হাসঁ, মুরগী, সেলাই মেশিন, ছাগল রিক্সা ভ্যান প্রদান করা হয়।