রাউজানে ৬শত ২৩ মেট্রিক টন আমন ধান ক্রয়

0
302

আগামী ২৯ ফেব্রুয়ারীর মধ্যে ১ হাজার ১শত ৭০ মেট্রিক টন আমন ধান ক্রয় করা হবে
শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ২৬ টাকা করে ৬শত ২৩ মেট্রিক টন আমন ধান ক্রয় করা হয়েছে আগামী ২৯ ফেব্রুয়ারীর মধ্যে ১ হাজার ১শত ৭০ মেট্রিক টন আমন ধান ক্রয় করা হবে বলে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ জানান । সরকার কৃষকদের কাছ থেকে ২৬ টাকা প্রতি কেজি করে আমন ধান ক্রয় করার কার্যক্রম চালু করায় কৃষকেরা ধানের চাষাবাদে আরো বেশী ঝুকে পড়বে বলে আশা করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ । গতকাল ৬ জানুয়ারী রাউজান উপজেলা খাদ্য গুদামে রাউজানের বিভিন্ন এলাকা থেকে কৃষকের নিয়ে আসা আমন ধান ক্রয় কার্যক্রম পরির্দশন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ। এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল, রাউজানি উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা তিমির দে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকতা তরুন প্রকাশ চাকমা । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ আমন ধান ক্রয় কার্যক্রম পরিদর্শন কালে ধান বিক্রয় করার জন্য আসা কৃষকের সাথে কথা বলেন । সরকার প্রতি কেজি ২৬ টাকা দাে আমন ধান ক্রয় করায় কৃষকেরা খুশি বলে জানান আমন ধান বিক্রয় করার জন্য আসা বাগোয়ানের কৃষক ফয়সাল, পুর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুর পাড়ার কৃষক নুরুল ইসলাম, আধার মানিকের কৃষক পিযুষ কান্তি চৌধুরী বিশু সহ কৃষকেরা ।