রাউজান উপজেলা পরিষদের নতুন ভবণ নির্মানের কাজ চলছে দ্রুত গতিতে

0
90

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলা পরিষদের নতুন ভবণ নির্মানের কাজ চলছে দ্রুত গতিতে । চার কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা ব্যয়ে রাউজান উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবণ নির্মানের কাজের কার্যাদেশ পায় গত ২০১৩ সালের ২২ মে, কাজ শুরু করেন ২০১৩ সালের ১৩ জুন ঠিকাদারী প্রতিষ্টান মের্সাস চৌধুরী এন্টার প্রাইজ (জেবি) কাসেম কনস্ট্রাকশন । রাউজান উপজেলা পরিষদ ভবণ নির্মানের কাজ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদষ্য এবি এম ফজলে করিম চৌধুরী । উপজেলা পরিষদের ভবণ নির্মান কাজের উদ্বোধন করার পর থেকে ঠিকাদারী প্রতিষ্টান মের্সাস চৌধুরী এন্টার প্রাইজ (জেবি) কাসেম কনস্ট্রাকশন উপজেলা পরিষদের ভবণ নির্মান কাজ দ্রুত গতিতে শুরু করে । চারতলা বিশিষ্ট উপজেলা পরিষদের ভবণের নির্মান কাজের মধ্যে নিচতলার ছাদঁ ঢালাইয়ের কাজ সম্পন্ন করেন গতকাল ১৬ জানুয়ারী বৃহস্পতিবার । ছাদঁ ঢালাইয়ের কাজ পরির্দশন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার কুল প্রদীপ চাকমা, স্থানীয় সরকার প্রকৌশল চট্টগ্রাম নির্বাহী প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ বেলাল হাসান, এ কে এম সাইফুর রহমান, রাউজান উপজেলা প্রকৌশলী কামাল উদ্দিন আহম্মদ, সহকারী প্রকৌশলী মাঈনুউদ্দিন, রফিকুল ইসলাম পাটোয়ারী, ঠিকাদার সাইফুউদ্দিন চৌধুরী সাহাবু । ঠিকাদার সাইফুউদ্দিন চৌধুরী সাহাবু বলেন রাউজান উপজেলা পরিষদ ভবণের নির্মান কাজ পেয়ে দ্রুত নির্মান কাজ চালিয়ে যাচ্ছি । আগামী এক বৎসরের মধ্যে চারতলা বিশিষ্ট ভবণের নির্মান কাজ শেষ করার আশা করছি । নির্মান কাজ চলাকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ২০ লক্ষ টাকা বিল পেয়েছি । পর্যাপ্ত পরিশাণ বিল না পাওয়ায় আর্থিক সংকটে থাকার পর ও নির্মান কাজ চালিয়ে যাচ্ছি । ঠিকাদার সাইফুউদ্দিন চৌধুরী সাহাবু অভিযোগ করে বলেন একই সময়ে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের টেন্ডার দেওয়া হলে ও রাউজান উপজেলা পরিষদ ভবণ নিমান কাজের মতো কাজ হয়নি । রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ ভবণ নিমান কাজের বিল পেয়েছে ঠিকাদার এক কোটি টাকা । জাতীয় সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর একান্ত প্রচেষ্টায় চার কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা ব্যয়ে রাউজান উপজেলা পরিষদের ভবণ নির্মান কাজ চলছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ।