রাউজান স.বি. কলেজের ভবন নির্মাণে সৌন্দর্য বেড়েছে

0
108

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটায় এলাকার ছেলে মেয়েদের সু শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যে গত ১৯৬৩ সালে মরহুম একে এম ফজলুল কবির চৌধুরী রাউজান কলেজ প্রতিষ্টা করেন । রাউজান কলেজ প্রতিষ্টা লগ্ন থেকে এলাকার ছেলে মেয়েরা কলেজে লেখাপড়া করে সু শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ জাতির কল্যানে কাজ করে আসছে । রাউজান কলেজের শিক্ষার্থীরা লেখাপড়া ছাড়া ও দেশকে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করার জন্য মহান মুক্তিযুদ্বে অংশ নিয়ে পাক হানাদার বাহিনীর কবল থেকে দেশকে মুক্ত করেছেন । রাউজান কলেজের শিক্ষার্থী রাউজানের মোহাম্মদপুর গ্রামের এডভোকেট আবু মোহাম্মদ হাশেম,আবু জাফর চৌধুরী, ছালামত উল্ল্রাহ, সেলিম উদ্দিন, মরহুম নুরুল আনোয়ার চৌধুরী, শফিকুল আনোয়ার, পশ্চিম রাউজান মাঝি পাড়ার মরহুম ফরিদ আহম্মদ, খলিলাবাদের মরহুম হারুন, পশ্চিম রাউজানের মরহুম আবুল কালাম চৌধুরী, পুর্ব রাউজানের মরহুম কবির আহম্মদ চৌধুরী, সুলতান পুর ছিটিয়া পাড়ার তোফায়েল আহম্মদ, সুলতান পুর পালিত পাড়ার বাদল পালিত, সাধন পালিত, প্রয়াত মিলন পালিত, কদলপুরে হাশেম, সাহানগরের মরহুম ফিরোজ আহম্মদ, হাশেম চৌধুরী, এয়াসিন নগরের কামাল উদ্দিন চৌধুরী, হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সোলায়মান মাষ্টার সহ রাউজান কলেজের অনেক ছাত্র মহান মুক্তিযুদ্বে অংশ গ্রহন করে দেশের স্বাধীনতা সংগ্রামে ভুমিকা রেখেছে । রাউজান কলেজের শিক্ষার্থী রাউজানের হিংগলার ড. সুলতান আহম্মদ, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছে । রাউজান কলেজের শিক্ষার্থীরা অনেকেই দেশ বিদেশের নাম করা শিক্ষা প্রতিষ্টানে শিক্ষকতা করছেন । অনেক শিক্ষার্থী সরকারী বেসরকারী প্রতিষ্টানে উচ্চ পদে চাকুরী করছেন । মরহুম একে এম ফজলুল কবির চৌধুরীর প্রতিষ্টিত রাউজান কলেজকে মরহুম একে এম ফজলুল কবির চৌধুরীর পুত্র রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ২০১৩ সালে কলেজ থেকে বিশ^বিদ্যালয় কলেজে রুপান্তর করে । বর্তমানে রাউজান বিশ^বিদ্যালয় কলেজকে সরকারী করন করা হয় । রাউজান সরকারী বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের জন্য পাঠদান কক্ষ, একাডেমিক ভবন, তিনটি হল সহ বিশাল আয়তনের চোখধাধানো বহুতল ভবন নির্মান করে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি নিজের টাকা ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে । রাউজান সরকারী বিশ^বিদ্যালয় কলেজের মাঠের উত্তর পাশের্^ ও দক্ষিন পাশের্^ নির্মান করা হয় গ্যালারী । কলেজের পশ্চিম পাশের্^ নির্মান করা শহীদ মিনার,কলেজের মাঠকে খেলাধুলার উপযোগী করে তোলা হয় । রাউজান সরকারী বিশ^বিদ্যালয় কলেজ মাঠে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দিবস ও বিভিন্ন টুর্নামেন্টের খেলার আয়োজন করা হয় । রাউজান সরকারী বিশ^বিদ্যালয়ের অধ্যক্ষ একে এম আবদুর রশিদ বলেন, রাউজান সরকারী বিশ^বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়ন হয়েছে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির একান্ত প্রচেষ্টায় । বর্তমানে রাউজান সরকারী বিশ^বিদ্যালয় কলেজে এইস এস সি, ডিগ্রি ও অনার্স ক্লাসে ২ হাজার ৯শত ৫৮ জন শিক্ষার্থী লেখাপড়া করছে । রাউজান সরকারী বিশ^বিদ্যালয় কলেজে অনার্স পরিক্ষা কেন্দ্র প্রদান করেছে শিক্ষা বোর্ড । রাউজান কলেজের অধ্যাপক সেলিম নেওয়াজ চৌধুরী বলেন, রাউজান সরকারী বিশ^বিদ্যালয় কলেজে শিক্ষার মান পুর্বের তুলনায় বেড়েছে । রাউজান কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, রাউজান কলেজে আমরা লেখাপড়া করার সময়ে এই ধরণের কারো পৃষ্টপোষকতা পাইনি । বর্তমানে শিক্ষার্থীদের বিনা মুল্যে শিক্ষা উপকরন, মেধাবী দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের লেখপড়ার করার জন্য রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বৃত্তি প্রদান সহ সব ধরণের সহায়তা প্রদান করে আসছে । রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, রাউজানের ছেলে মেয়েদেরকে আলোকিত মানুষ গড়ে তোলার জন্য রাউজান সরকারী বিশ^বিদ্যালয় কলেজ সহ রাউজানের সব শিক্ষা প্রতিষ্টানের অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে । শিক্ষার্থীদেরকে সব ধরণের সহায়তা প্রদান করা হচ্ছে ।