রাউজান হজরত শাহ সুন্দর আউলিয়া জামে মসজিদের প্রথম জুমার নামাজ অনুষ্টিত

0
105

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পুর্ব রাউজান ঢালারমুখ এলাকায় হজরত শাহ সুন্দর আউলিয়ার মাজারের দক্ষিন পাশে চট্টগ্রাম রাঙ্গামাটি মহসড়কের পাশে একটি এবাদত খানায় এলাকার লোকজন নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করতো । এবাদথ খানার বারান্দ্বায় ছোট ছোট ছেলে মেয়েদের আরবী শিক্ষা দান করা হতো । এলাকার লোকজন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিথ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ও রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজকে এবাদত খানাটি মসজিদ নির্মান করার প্রস্তাব দেয় । এলাকার লোকজন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিথ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ও রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ এলাকার লোকজনের নামাজ পড়ার জন্য মসজিদ নির্মানের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিথ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ও রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ এলাকার লোকজনের সহায়তায় গত ২০১৪ সালে পুর্ব রাউজান ঢালার মুখ হজরত শাহ সুন্দর আউলিয়া জামে মসজিদের নির্মান কাজ শুরু করে। মসজিদটির নির্মান কাজ শেষ হলে গত ১১ নভেম্বর সোমবার নব নির্মিত মসজিদটি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিথ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। নব নির্মিত মসজিদ উদ্বোধনের পর গতকাল ১৫ নভেম্বর শুক্রবার নব নির্মিত মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করে এলাকার মুসল্লিরা । গতকাল ১৫ নভেম্বর শুক্রবার নব নির্মিত মসজিদে প্রথম জুমার নামাজ আদায় উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করে এলাকার লোকজন । সমাজ সেবক ইউনুছ সর্দারের সভাপতিত্বে জুমার নামাজের পুর্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্টিত হয় । মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ। মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইরফান আহম্মদ চৌধুরী, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, ৭নং রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, আওয়ামী লীগ নেতা শোয়াইব খান, মুছা আলম খান, জাফর আহম্মদ, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সামি, জালাল উদ্দিন, নাসির উদ্দিন, শ্রমিক নেতা মোঃ ইউনুছ, আবদুল মোতালেব, এনামুল হক বাচাঁ, সাবেক মেম্বার বদিউল আলম চৌধুরী, রাউজান পৌরসভা যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল, সাধারন সম্পাদক জিয়াউল হক রোকন, সমাজ সেবক শামীম হোসেন, যুবলীগ নেতা সাবের উদ্দিন, সেলিম উদ্দিন, জিয়াউদ্দিন মামুন, নাসির উদ্দিন, ছাত্রলীগ নেতা আশিফ, আরমান সিকদার,নাসির উদ্দিন প্রমুখ । মাহফিলে তকরির করেন নব নির্মিত পুর্ব রাউজান ঢালার মুখ হজরত শাহ সুন্দর আউলিয়া জামে মসজিদের খতিব আল্লামা গিয়াস উদ্দিন কাদেরী ।