রাউজান হাইওয়ে থানা ভবন নির্মানের কাজ শীঘ্রই

0
72

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম ) প্রতিনিধিঃ রাউজান হাইওয়ে থানা ভবন নির্মানের কাজ শরু হবে শীঘ্রই লাঘব হবে পুলিশের আবাসন সমস্যা ।

রাউজান হাইওয়ে থানা পুলিশ রাউজান পৌরসভার গহিরা বড়পুল এলাকায় ১৯ হাজার টাকা ভাড়া দিয়ে ঘর ভাড়া করে গত ১৭ বৎসর ধরে তাদের কার্যক্রম চালিয়ে আসছে । ভাড়া করা ভবনে পুলিশের আবাসন সংকট, পয়ঃ নিস্কাসন সংকট, বিশুদ্ব পানির সংকট থাকা সত্বেও হাইওয়ে থানার ওসি সহ ২৪ জন পুলিশ ভাড়া করা ভবনে বসবাস করে তাদের কার্যক্রম চালিয়ে আসছে । রাউজান হাইওয়ে থানা পুলিশ ভাড়া করা ভবনে তাদের কার্যক্রম চালিয়ে রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি তিন উপজেলার উপর দিয়ে যাওয়া চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, চট্টগ্রাম খাগড়া ছড়ি সড়কে দায়িত্ব পালন করে আসছে । রাউজান হাইওয়ে থানা পুলিশের দুভোর্গ লাঘবে রেলপথ মন্ত্রনারয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির একান্ত প্রচেষ্টায় গৃহায়ন ও গনপুর্ত অধিদপ্তর রাউজান হাইওয়ে থানা ভবন নির্মানের জন্য ভাড়া করা ভবনের পাশে^ চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের পাশে এক একর জমি অধিগ্রহন করে । জমি অধিগ্রহন করার পর জমির চার পাশে সীমানা প্রাচীর নির্মান করা হয় । গৃহায়ন ও গনপুর্ত অধিদপ্তর অধিগ্রহন করা জমিতে হাইওয়ে থানা ভবন নির্মান করার জন্য গত ২০১৮ সালের ১৪ ডিসেম্বর টেন্ডার আহবান করে । টেন্ডারের মাধ্যমে হাইওয়ে ভবন নির্মানের জন্য কাজ নেয় ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স কাসেম কনস্টাকশন । ৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ২য় তলা হাইওয়ে থানা ভবন নির্মানের কাজ নিয়ে ঠিকাদারী প্রতিষ্টান ফাইলিংয়ের কাজ শুরু করেছে । ফাইলিংয়ের কাজ শেষ হলে ভবন নির্মােিনর কাজ শুরু করবে ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স কাসেম কনস্টাকশন । রাউজান হাইওয়ে থানা ভবনের নির্মান কাজ শেষ হলে আবাসন সংকট, পয়ঃ নিস্কাসন সংকট, বিশুদ্ব পানির সংকট লাঘব হবে বলে আশা করছেন রাউজান হাইওয়ে থানার ওসি মোঃ জহিরুল হক ।