রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

0
86

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরএম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ১০ মাস পর সোমবার থেকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।শহরের তবলছড়ি শাহ্ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ২০১৪-১৫ইং শিক্ষাবর্ষে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও ব্যবস্থাপনা বিভাগের প্রথম ব্যাচের ৭৫ জন শিক্ষার্থী নিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বিশ্বদ্যিালয় কার্যক্রম উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা,রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেনেন্ট কর্ণেল মালেক সাম্স উদ্দিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে মিষ্টি মুখ করানো হয়।উল্লেখ্য ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙামাটি সফরে এসে একটি মেডিকেল কলেজ ও একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সে অনুসারে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে ২০১৪-১৫ শিক্ষা বর্ষে ৭৩ জন শিক্ষার্থী দুটি বিভাগে ভর্তি হয়। কিন্তু রাঙামাটির আঞ্চলিক একটি রাজনৈতিক দলের আপত্তির মুখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করা যায়নি। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবনের জায়গা চুড়ান্ত হলেও অস্থায়ী ক্যাম্পাস এর জন্য স্থান চুড়ান্ত করতে না পারায় শিক্ষা কার্যক্রম শুরু করতে দশমাস সময় অতিবাহিত হয়ে যায়।