রাঙামাটি শহরে কারফিউ জারি করেছে জেলা প্রশাসন

0
83

রাঙামাটি শহরে কারফিউ জারি করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে। রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ কারফিউ জারি করে শহরের বিভিন্ন স্থানে বিষয়টি জানিয়ে মাইকিং করা হয়। শনিবার ভিডিও কনফারেন্সের রাঙামাটিমাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থানে ১১টি মেডিকেল কলেজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার একটি রাঙামাটিতে। এই মেডিকেল কলেজ স্থাপনের বিরোধিতা করে আসছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। শনিবার উদ্বোধনের পর জেলা শহরে পাহাড়িদের সঙ্গে মেডিকেল কলেজ সর্মথকদের কয়েক দফা সংঘর্ষ হয়। এর প্রেক্ষিতে জেলায় ১৪৪ ধারা জারি করা হয়। রোববারও দুই পক্ষের মধ্যে আবার উত্তেজনা দেখা দিলে কারফিউ জারি করা হয়।