‘রাজনৈতিক ষড়যন্ত্র আগেও হয়েছিল, এখনো হচ্ছে

0
43

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘রাজনৈতিক ষড়যন্ত্র আগেও হয়েছিল, এখনো হচ্ছে। তা জনগণই প্রতিহত করেছে। সন্ত্রাস-জঙ্গিবাদ কেউ পছন্দ করে না।’

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী চেম্বার ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আসাদুজ্জামান খান কামাল এমপি বলেন, দেশের নিরাপত্তাই প্রধান। দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে নিরাপত্তাবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর আহ্বানে চট্টগ্রামের মানুষ রুখে দাঁড়িয়েছিল।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সম্ভাবনাময় দেশ। দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরে ব্যবসায়ীদের ভূমিকা প্রশংসনীয়। ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। ২০২১ সালের মধ্যে বাংলাদেশে পুরোপুরি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রী স্বপ্ন দেখান এবং তা বাস্তবায়ন করেন। চট্টগ্রাম আগে পিছিয়ে ছিল। কিন্তু বর্তমান সরকার চট্টগ্রামে টানেল, ইকোনমিক জোনসহ নানামুখী উন্নয়নকাজ করছে।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিদ্যুৎ-জ্বালানি, খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের সদস্য এমএ লতিফ এমপি, এফবিসিসিআইর সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন।

স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাহবুবুল আলম। অনুষ্ঠানে স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল পাশা, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, সিএমপি কমিশনার ইকবাল বাহার, সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর জুলফিকার আজিজ, প্রকৌশলী সোহেল শাকুর, চেম্বারের সাবেক পরিচালক এসএম আবু তৈয়ব প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়ির নানুপুর জামেয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার একটি অনুষ্ঠানে যোগ দেন। এরপর বিকেলে হাটহাজারীতে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর সঙ্গে সাক্ষাৎ করেন।