রামুতে জস্নে জুলুস্ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
62

খালেদ হোসেন টাপু, রামু
কক্সবাজারের রামুতে ব্যাপক আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও আগামী ২ ডিসেম্বর ১২ রবিউল আউয়াল পবিত্র জস্নে জুলুস্ ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান, জস্নে জুলুস্ ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিষদের আহ্বায়ক জননেতা রিয়াজ উল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন রাজারকুল মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলীম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার হযরতুল হাজ্ব মৌলানা সৈয়দ মোহাম্মদ উল্লাহ নক্শবন্দী। বক্তব্য রাখেন আঞ্জুমান-এ নক্শবন্দী মুজাদ্দেদিয়া রামু উপজেলা শাখার সভাপতি মৌলানা আব্দু রশিদ হক্কানী নক্শবন্দী, সাধারণ সম্পাদক কাজী আবু বক্কর ছিদ্দিকী, সহ-সভাপতি মৌলানা রেজাউল করিম, রামু থানার এসআই একরাম, ইসলামিক ফাউ-েশনের সুপারভাইজার সাইফুদ্দিন খালেদ, মৌলানা জামাল উদ্দীন আনছারী, মৌলানা দানেশুল আলম, মৌলানা আইয়ুব আলী, মৌলানা নুরুল হাকিম, মৌলানা রমিজ আহমদ, মৌলানা মুহাম্মদ আলম, মৌলানা নজিবুল আলম, মৌলানা আবুল ফয়েজ, মৌলানা কাশেম কাদেরী, সাংবাদিক খালেদ হোসেন টাপু, শফিকুল ইসলাম মেম্বার, তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু, মাষ্টার সালামত উল্লাহ, মুহাম্মদ আলাউদ্দিন, এসএম ছফিউল্লাহ মুনির, ডা. মো. সাইফুল ইসলাম, মুহাম্মদ শামসুল আলম প্রমুখ।
সভায় স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু ইউএনও মো. শাহাজান আলি সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
সভায় বক্তারা বলেন, এ জুলুস্ এক ধর্মীয় ঐতিহ্য ও কৃষ্টিতে পরিণত হয়েছে। বর্তমানে এ জুলুস্ দেশ-বিদেশে সর্বত্র ব্যাপকভাবে উদযাপিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় রামুতেও ব্যাপক আয়োজনে জস্নে জুলুস্ উদযাপন করা হয়।
সভায় আগামী ২ ডিসেম্বর ১২ রবিউল আউয়াল পবিত্র জস্নে জুলুস্ ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে সকাল ৮ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জমায়েত, সকাল ৯ টায় জস্নে জুলুস্ র‌্যালী ও আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সকল নবীপ্রেমীক ভক্তানুরাগীদেরকে দল-মত নির্বিশেষে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জস্নে জুলুস্ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সভায় আলেম ওলামাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রশাসনিক, জনপ্রতিনিধি, সাংবাদিক উপস্থিত ছিলেন।