রামু উপ নির্বাচনে কেন্দ্র দখল: কক্সবাজারে মঙ্গলবার অর্ধদিবস হরতাল

0
86

কক্সবাজারে মঙ্গলবার অর্ধদিবস হরতাল ডেকেছে কক্সবাজার জেলা বিএনপি। মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পালন করা হবে।

রামু উপজেলার উপ নির্বাচনে কেন্দ্র দখল, জালভোট প্রদান, জোরপূর্বক ব্যালেটে সিল মারা, এজেন্ট বের করে দেওয়া ও সহিংসতার অভিযোগে ফলাফল প্রত্যাখান করে পূণরায় নির্বাচনের দাবিতে জেলা বিএনপি এ হরতাল আহ্বান করেছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী।

সংবাদ সম্মেলনের লিখিত বক্ত্যবে বিএনপি সমর্থিত প্রার্থী মেরাজ আহমেদ মাহিন চৌধুরী বলেন, আওয়ামী লীগের ক্যাডার বাহিনী প্রশাসনের সহযোগিতায় উপজেলার ৬টি ইউনিয়নের ১৯টি ভোট কেন্দ্র দখল করে ২০ হাজার ভোট ডাকাতি করেছে। এসব কেন্দ্র থেকে তাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার অবহিত করেও কোনো সুরাহা পায়নি তারা।

এমনকি নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রশাসনকে লিখিত অভিযোগ করার পরও কোনো পদক্ষেপ নেয়নি- এমন অভিযোগও করেন মাহিন চৌধুরী।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার-রামু আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ জেলা বিএনপির নেতারা।