রাষ্ট্রের তিন অঙ্গই বিকলঙ্গ: ডা.শাহাদাত

0
80

চট্টগ্রাম মহানগর বিএনিপর সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং সরকার প্রশাসন তিন অঙ্গই বিকলঙ্গ। সম্প্রতি প্রধান বিচারপতি এস.কে সিংহার বক্তব্যের মাধ্যমে তা ফুঁটে উঠেছে। বিচার বিভাগকে আওয়ামীকরণ করা হচ্ছে। সরকার বিরোধী দলের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা হামলা নির্যাতন চালাচ্ছে প্রতিনিয়ত। একটার পর একটা মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়েই যাচ্ছে সরকার। গুম, হত্যা, নির্যাতন, নীপিড়ন ও মামলা দিয়ে বিএনপির কোন নেতাকর্মীকে রাজপথ থেকে সরানো যাবেনা। মামলা হামলা যত বেশি হবে সরকারের পতন তত তরান্বিত হবে। সরকার প্রশাসনের নির্ভর। সরকারের পায়ের তলায় মাটি নেয়। তিনি অদ্য ২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতে কোতোয়ালী থানার একটি মামলায় জামিন নিয়ে এবং চাঁন্দগাও থানার অপর একটি মামলার হাজিরা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে উপরোক্ত কথা বলেন।
এতে আইনজীবিদের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট এনামুল হক, এডভোকেট তারেক আহমেদ, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট মুফিজুল হক ভূইয়া, এডভোকেট নাজিম উদ্দীন, এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, এডভোকেট ইফতিকার মহসিন, এডভোকেট আলাউদ্দীন, এডভোকেট শাহীন, এডভোকেট মাহমুদুল আলম চৌধুরী, এডভোকেট নেজাম উদ্দীন সহ প্রমুখ আইনজীবি।