রীফ লেদারসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

0
46
ফাইল ফোট
ফাইল ফোট
ফাইল ফোট
নগরীর নেক্সাস শিল্প এলাকায় রীফ লেদারসহ দুই প্রতিষ্ঠানকে পৃথকভাবে দুই লাখ ৭ হাজার ৬শ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর শাখার পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক এ অভিযান পরিচালনা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার অভিযান চালিয়ে নগরীর নেক্সাস শিল্প এলাকার রীফ লেদারকে অবৈধভাবে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণের কারণে এক লাখ ৪০ হাজার ৪শ টাকা, সামদানী ওয়াশ নামক ওয়াশিং ফ্যাক্টরীকে  তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় পরিবেশে অবমুক্ত করার কারণে ৬৭ হাজার ২শ টাকা জরিমানা দেয়া হয়। এছাড়াও চিং হুন ফাইর্বাস নামক ইর্য়ান ডাইং প্রতিষ্ঠানকে শুনানীতে হাজিরের নোটিশ করা হয়। অভিযানকালে চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা উপস্থিত ছিলেন।
এছাড়াও আজ (বৃহস্পতিবার) টেক্সটাইল গেইট এলাকায় দি পলি প্রিন্টিং প্যাক নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আনুমানিক ৭০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয় এবং পরবর্তী শুনানিতে হাজির হতে বলা হয়েছে।