রুনির জোড়া গোলে জিতল ম্যানইউ

0
64

এলএ গ্যালাঙ্রি বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল করেছিলেন ওয়েন রুনি। ইংলিশ ফরোয়ার্ডের নৈপুণ্যে ম্যানচেস্টার ইউনাইটেডে লুই ফন গালের অভিষেক হয়েছিল ৭-০ গোলের জয়ে। শনিবার ডেনভারেও রুনির পারফরম্যান্সে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপের প্রথম ম্যাচ জিতেছে রেড ডেভিলরা। এএস রোমার বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ে এদিনও জোড়া গোল পেয়েছেন থ্রি-লায়ন্স তারকা। প্রীতি ম্যাচের এ টুর্নামেন্টে ম্যানইউ মঙ্গলবার লড়বে ইন্টার মিলানের বিপক্ষে।

বুধবার রোস বোলে দুর্দান্ত এক ম্যাচ খেলে এদিন স্পোর্টস অথরিটি ফিল্ডে ৫৪ হাজার ১১৭ জন দর্শককে দর্শনীয় ম্যাচ উপহার দিল ম্যানইউ। দলের অন্য গোলেও আছে রুনির ছোঁয়া। প্রথমার্ধ একেবারে নিজেদের নিয়ন্ত্রণে ম্যাচ রেখেছিল সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা। ৩৬ মিনিটে গোলমুখ খোলেন রুনি। তিন মিনিট ব্যবধানে তার নিচু পাসে ব্যবধান দ্বিগুণ করেন মাতা। বিরতিতে যাওয়া দুই মিনিট আগে পেনাল্টি থেকে ম্যানইউর তৃতীয় গোল করেন রুনি। ৩-০ গোলে বিরতিতে যাওয়া ম্যানইউ ফিরে আগের অবস্থা ধরে রাখতে পারেনি। দলের অর্ধেক খেলোয়াড়ের অদল-বদল ঘটিয়ে শেষ ৪৫ মিনিটে দুই গোল করে রোমা। মাঠে নিজেদের অর্ধ সীমানা থেকে ৭৫ মিনিটে চোখধাঁধানো গোলে ব্যবধান কমান পিজানিচ। আর শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ম্যানইউর জালে আরেকবার বল পাঠান ফ্রান্সেস্কো টট্টি।

এদিকে নতুন মৌসুমে মেজর সকার লিগের (এমএলএস) কোনো ক্লাবের কাছে প্রিমিয়ার লিগের প্রথম দল হিসেবে হেরেছে আর্সেনাল। নিউইয়র্ক রেড বুলসের কাছে ১-০ গোলে হেরেছে গানাররা। বাবা ইয়ান রাইটের পুরনো ক্লাবের বিপক্ষে একমাত্র গোলটি করেন ব্রাডলে রাইট-ফিলিপস। কিন্তু ম্যাচে পুরো নজর ছিল আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরির দিকে। প্রথমার্ধে প্রায় গোল পেয়ে গিয়েও ওজচেইখ শজেসনির কাছে বাধাপ্রাপ্ত হন রেড বুলস তারকা। দ্বিতীয়ার্ধে দুই দলের অভিবাদন পেয়ে মাঠ ছাড়েন ফরাসি তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব টটেনহ্যাম ২-০ গোলে শিকাগো ফায়ারকে হারিয়ে উত্তর আমেরিকা সফর শেষ করেছে।

আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপের আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলান ১-১ গোলে ড্র করে নির্ধারিত সময়ে। পেনাল্টিতে মীমাংসা হওয়া ম্যাচে ৩-২ গোলে জয় পায় ইন্টার। গ্যারেথ বেল ১০ মিনিটে ইউরোপ চ্যাম্পিয়নদের এগিয়ে দেন। তবে মাউরো ইকার্দি ৬৮ মিনিটে ইন্টারকে সমতায় ফেরান। ইন্টারের রিজার্ভ গোলরক্ষক হুয়ান পাবলো ক্যারিজো দুটি সেভ করে দলের জয় নিশ্চিত করেন।

বরুসিয়া মনচেনগ্লাদবাখকে পেনাল্টিতে হারিয়ে টেলিকম কাপের ফাইনালে উঠেছে বুন্দেস লিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। নতুন চুক্তিবদ্ধ রবার্ট লেভানডোভস্কি বিরতির আগে গোলমুখ খোলেন। ফ্রাঙ্ক রিবেরি দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন। কিন্তু ম্যাঙ্ ক্রুস দু’বার সফল পেনাল্টি থেকে সমতা ফেরান। টম স্টারকের সেভে শুটআউটে বায়ার্নের আশা জিইয়ে থাকে, আর হাভি মার্টিনেজের শটে জয় পায় বায়ার্ন। রোববার ফাইনালে তারা খেলবে ভোলফসবার্গের বিপক্ষে।