রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিট’র সভা

0
58

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি,চট্টগ্রাম সিটি ইউনিট এর নব নির্বাচিত কমিটির প্রথম সভা নগর ভবনের সম্মেলন কক্ষে ৭ ফেব্রুয়ারি ২০১৭ খ্রি. মঙ্গলবার সকালে কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের পরিচয় করিয়ে দেন চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দীন। পরে কমিটির সাধারন সম্পাদক আবদুল জব্বার আলোচ্য সূচি সম্পর্কে কমিটিকে অবহিত করেন। কমিটির সভায় ভাইস চেয়ারম্যান এম এ সালাম,নির্বাহী সদস্য মঞ্জুর মোরশেদ ফিরোজ, এইচ এম সালাহ উদ্দিন, মো. মঞ্জুরুল হক, তৌফিক আনোয়ার,সাফকাত জাহান, সৈয়দ আদনান হোসেন, মো. আনোয়ার আজম এবং ইউনিট কর্মকর্তা নুরুল করিম, যুব রেডক্রিসেন্ট চট্টগ্রাম এর উপ প্রধান-১ জিয়াউল কবির সোহেল, সাংগঠনিক বিভাগীয় প্রধান ইসমাইল হক ফয়সাল উপস্থিত ছিলেন। সভার সভাপতি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান ও সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন সভাপতির বক্তব্যে বলেন, দেশ ও জাতির দুঃসময়,দুর্যোগ,দুর্বিপাক,বন্যা,খরা,জলোচ্ছাস, ঘূর্নিঝড়, ঝড়-ঝঞ্জা, সাইক্লোন, ভুমিকম্প, অগ্নিকান্ড সহ নানামুখি দূর্যোগ এর সময় রেডক্রিসেন্ট ঝুঁকি নিয়ে মানবতার সেবায় আত্মনিয়োগ করে থাকে। এই সংগঠনের শক্তি প্রশক্ষিত যুব সমাজ। এ ই যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে মানবতার সেবার উপযোগী হিসেবে গড়ে তোলা হয়। তিনি বলেন, ইদানিং লক্ষ করা যাচ্ছে শিক্ষার্থী সহ যুব সমাজ মাদকাসক্ত সহ অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলছে। এথেকে যুব সমাজকে উদ্ধার করে তাদেরকে নীতি নৈতিকতায় এবং মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে যুব রেডক্রিসেন্টকে প্রশিক্ষণ ও কাউন্সিলিং এর কর্মসূচি গ্রহণ করার আহবান জানান। যুব সমাজ মানবিক গুনাবলী ধারন করে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠলে যুব রেডক্রিসেন্ট প্রশংসিত হবে।