রোববার তারেক,মামুনের বিরুদ্ধে মামলার রায়,বিএনপি বলছে এটা ষরযন্ত্রের অংশ

0
150

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলার রায় ঘোষণা করা হবে ১৭ই নভেম্বর রোববার। ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মোতাহার হোসেন বৃহস্পতিবার রায়ের এ দিন ঘোষণা করেন।তারেক রহমান
তারেক রহমান এবং গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এ মামলার শুরু থেকেই তারেক রহমান অনুপস্থিত ছিলেন। তিনি প্রায় ৫ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। জরুরি অবস্থা থেকে এখন পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা দায়ের করা হলেও এ প্রথম তার বিরুদ্ধে কোন মামলায় রায় ঘোষিত হতে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে এ মামলার রায়কে রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

রোববার রায় ঘোষণার বিষয় নিয়ে বেশ কজন বিএনপি নেতা বলছে এটা ষরযন্ত্রের অংশ ছাড়া আর কিছুই নয়।