রোহিঙ্গাদের থেকে চাঁদা নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

0
66

 

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  :

মিয়ানমার সেনা ও নিরাপত্তাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কথা বলে জনপ্রতি ২হাজার টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগে ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া এলাকার রুস্তম আলী নামের এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই এলাকার বশির আহমদের ছেলে। সোমবার বেলা ১২টার তাকে আটক করা হয়। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মিয়ানমার থেকে সর্বস্ব হারিয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা আশ্রয় নেয় ঘুমধুম বেতবুনিয়া এলাকায়। দুর্বলতার সুযোগে প্রভাব বিস্তার করে জায়গার ভাড়ার নামে প্রতি পরিবার থেকে ২হাজার টাকা করে চাঁদা নেন দালাল রুস্তম আলী।

দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেড আজিজুর রহমান জানান, রোহিঙ্গাদের নিকট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রুস্তম আলী নামের এক দালালকে গ্রেফতার করে ঘুমধুম পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, মিয়ানমারের রাখাইনে নির্যাতনের হাত থেকে বাঁচতে আগস্টের ২৫ তারিখ থেকে এ পর্যন্ত চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।