লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

0
131

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ছয়জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

নিহত বাবুল স্থানীয় মৃত শহিদ উল্ল্যার ছেলে। সে গাছের ব্যবসা করতেন। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার পূর্ব বিজয়নগর এলাকার কিরনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সদর উপজেলার বিজয়নগর গ্রামের নাপিতবাড়ির সোহেলের স্ত্রী লিপি আক্তারকে কুপ্রস্তাব দেয় পার্শ্ববর্তী এলাকার মৎস্য চাষী শহীদ। এতে রাজি না হওয়ায় লিপি ও সোহেলের ভাগিনা রাসেলকে জড়িয়ে কুৎসা রটায় শহীদ। বিষয়টি জানতে পেরে সোহেল ক্ষুব্ধ হয়ে কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে শহীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। এতে বাধা দিলে সন্ত্রাসীরা বাবুলকেও মারধর করে।

পরে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী সোহেলসহ ৬ সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, দু’পক্ষের মারামারির ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।