লক্ষ্মীপুরে ২ লাখ ৭২ হাজার ৯২০ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

0
69

ভিটামিন এ ক্যাম্পেইনজাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা হয়।

সিভিল সার্জন ডা. গোলাম ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, জেলা বিএমএ সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্যাহ আল মামুন, দেশটিভি জেলা প্রতিনিধি মো. কামাল হোসেন, মানবকণ্ঠ জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি আবদুল মালেকসহ স্থানীয় ৩৫ জন সংবাদ কর্মী। বক্তারা, কোন ধরনের গুজবে কান না দিয়ে আগামী ১৬ জুলাই শনিবার ৬ থেকে ১১ মাস ও ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য সকলকে জনসচেতনা বৃদ্ধির আহ্বান জানান।

উল্লেখ্য, আগামী ১৬ জুলাই লক্ষ্মীপুরে ১ হাজার ৫৩৪টি কেন্দ্রে মোট ২ লাখ ৭২ হাজার ৯২০ শিশুকে এই ভিটামিন এ খাওয়ানো হবে।