লক্ষ্যমাত্রা ৫ লাখ চামড়া সংগ্রহের

0
62

নিজস্ব প্রতিবেদক, নিউজচিটাগাং২৪.কম ::জমতে শুরু করেছে চট্টগ্রাম কাঁচা চামড়া আড়ত। চট্টগ্রামে ৫ লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামে চামড়া ব্যবসায়ীরা।

চামড়া আড়তদার সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মুসলেম উদ্দিন বলেন, চট্টগ্রামে ৫ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও বুধবার (২২ আগস্ট) আড়াই লাখ চামড়া সংগ্রহ করা হয়েছে। এসব চামড়া বিক্রি হওয়ার পর গ্রাম থেকে বাকি আড়াই লাখ চামড়া নগরে ‍আনা হবে। যেগুলো গ্রামের বিভিন্ন এলাকায় লবণ দিয়ে সংরক্ষণ করে ‍রাখা হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রামের ২২ ট্যানারির মধ্যে ২০ টি বন্ধ হয়ে যাওয়ায় চামড়া শিল্পের প্রায় পুরোটাই ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। তাই ৫ লাখ চামড়া একসঙ্গে নগরে রাখা সম্ভব হচ্ছে না। ফলে নগরের ভেতরে সংগ্রহ করা আড়াই লাখ চামড়া আড়তে বিক্রির জন্য রাখা হয়েছে। এগুলো সম্পূর্ণ বিক্রি হওয়ার পর গ্রাম থাকা বাকি আড়াই লাখ চামড়া আড়তে আনা হবে।