লক্ষ্য দুই কোটি আইফোন এসই ২ বিক্রি

0
163

মার্কিন জায়ান্ট অ্যাপল ২০২০ সালের মধ্যেই দুই কোটি আইফোন এসই ২ বিক্রি করার লক্ষ্য নির্ধারণ করেছে।

অ্যাপলের বিশ্লেষক হিসেবে পরিচিত মিং চি কোহ অ্যাপলের এই পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ২০২০ সালের প্রথমার্ধেই বাজারে আসবে আইফোন এসই ২। আর সেটি বছর শেষ নাগাদই দুই কোটি বিক্রি করতে চায় প্রতিষ্ঠানটি।

অ্যাপল ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে। যদি এখনকার মতো সবকিছু ঠিকঠাক চলতে থাকে তাহলে মিং চি ধারণা করছেন, এই সংখ্যা তিন কোটিতে ঠেকতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল এসই ২ তে ব্যবহার হয়েছে ১০ লেয়ারের সাবস্ট্রেট বা পিসিবি মাদারবোর্ড। যা ব্যবহার করা হয়েছে অ্যাপলের সর্বশেষ আইফোন ১১ প্রো মডেলে।

এটিই ফোনটির অন্যতম বড় বৈশিষ্ট্য হবে এবং এর কারণেই এর বিক্রি বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানিয়েছেন, আইফোন এসই২ জানুয়ারি থেকে পুরোদমে উৎপাদন শুরু হবে। আর সেটি ক্রেতাদের হাতে পৌঁছাতে দুমাস সময় নিতে পারে। সেই হিসাবে মার্চের শেষ নাগাদ ক্রেতারা হাতে পাবেন এই আইফোনটি।

এর আগে মিং চি কু জানিয়েছিলেন, আইফোনটির দাম হবে ৩৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৩ হাজার ৫১৬ টাকা)।

ফোনটিতে থাকবে এ১৩ প্রসেসর। ৩ জিবি র‍্যামসহ ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে বাজারে আসবে আইফোনটি। থ্রিডি টাচের বদলে নতুন ফিচার হিসেবে থাকবে হ্যাপটিক টাচ।

আইফোন ৮ মডেলের মতো এতেও থাকবে ৪ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে। পাওয়া যাবে স্পেস গ্রে, রেড ও সিলভার রঙে।