লবণ মাঠের পানি চলাচলে বাঁধা প্রদান, প্রতিপক্ষের ছুরিকাঘাতে চাষী গুরুতর জখম

0
42

কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে লবণ মাঠের পানি চলাচলে বাঁধা প্রদানকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোঃ হোছাইন (২৫) নামের এক লবনচাষী গুরুতর জখম হয়।  আজ (সোমবার) সকাল ১০টায় উত্তর ধুরুং ইউনিয়নের তেলিয়াকাটা গ্রামে এঘটনা ঘটে। আহত মোঃ হোছাইন ঐ গ্রামের মোজাফ্ফর আহমদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা আহত মোঃ হোছাইনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে রোগীর অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় বলে কুতুবদিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জয়নাল আবেদীন এ প্রতিনিধিকে নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সকালে লবণ মাঠে পানি তোলা নিয়ে স্থানীয় আবদুস ছালামের ছেলে মোঃ হামিদের সাথে আহতের ছোট ভাই মোঃ শরীফের সাথে কথা কাটাকাটি হয়। ঐ সময়ে মোঃ হোছাইন উভয়কে ঝগড়া থেকে বিরত রাখার চেষ্টাকালে আবদুস ছালামের বড় ছেলে আবুল বশর ছুরি নিয়ে ঘটনাস্থলে এসে মোঃ হোছাইনকে ছুরিকাঘাত করে। স্থানীয় মেম্বার নুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে আহতের পিতা মোজাফ্ফর আহমদ এ প্রতিনিধিকে নিশ্চিত করেন।