লস্কর নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে

0
69

পরিবর্তন-চট্টগ্রাম আয়োজিত লস্কর নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল দাবিতে অবস্থান কর্মসূচী চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ‘পরিবর্তন-চট্টগ্রাম’ এর উদ্যোগে আয়োজিত ‘চট্টগ্রাম বন্দরে লস্কর নিয়োগ দূর্নীতি, পত্রিকায় ২৮ জন লস্কর নিয়োগ দিয়ে ৮৫ জন লস্কর নিয়োগে পাঁয়তারাসহ কোটা বিন্যাসে চট্টগ্রাম বিভাগ কে বঞ্চিত করার প্রতিবাদে এবং সরকারী কোটা অনুসরন না করে লস্কর নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবীতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে সংহতি প্রকাশ করেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

অবস্থান কর্মসূচীতে সংহতি প্রকাশ করে নগর ছাত্রলীগের সাধারন সম্পাদক নুরুল আজিম রনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চট্টগ্রামের উন্নয়নের কোন ফাইল এ পর্যন্ত ফিরে আসেনি । তারপরও একটি চট্টগ্রাম বিদ্ধেষী গোষ্ঠী চট্টগ্রাম বন্দর নিয়ে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি আরোও বলেন, সরকারী নিয়ম তোয়াক্কা না করে একচেটিয়াভাবে লস্কর নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে । শুধু বন্দর নয় , চট্টগ্রামকে নিয়ে অবহেলা, বঞ্চনা ও অবজ্ঞা করে কোন চট্টগ্রাম বিদ্ধেষী চক্র ষড়যন্ত্র করলে তা চট্টগ্রামের যুব, ছাত্র, তরুন ও জনতাকে সাথে নিয়ে রুখে দেওয়া হবে ।

সংগঠনের আহবায়ক এহসান আল-কুতুবীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের কার্য নির্বাহী সদস্য রাজেশ বড়–য়া, আব্দুল্লাহ আল জোবায়ের হিমু, জামাল খান ওয়ার্ড আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা সৈয়দা শাহানারা বেগম, সাবেক ছাত্রনেতা সোহেল মাহমুদ, ওমরগনি এমই এস কলেজ ছাত্রলীগ নেতা রেজাউল করিম রিটন, ছাত্রসেনা নগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক মাসুদ অর রশিদ, পরিবর্তন-চট্টগ্রাম’র সদস্য এবিএম ইকবাল হায়দার, জহুর উদ্দিন জহির, কাউছার আলম।
উপস্থিত ছিলেন নিউজচিটাগাং২৪ এর নির্বাহি সম্পাদক মির্জা ইমতেয়াজ শাওন, ইসলামীক ফ্রন্ট বন্দর ৩৬ নং ওয়ার্ড সভাপতি দিদারুল আলম, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ চট্টগ্রাম’র সাধারন সম্পাদক সালাহ উদ্দিন লিটন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম, সাংবাদিক রুজি চৌধুরী, পরিবর্তন-চট্টগ্রাম’র সদস্য এম আজগর আলী, আব্দুল কাদের, সাঈদী আকবর ফয়সাল, আবু হোসেন বাবলা, মুহাম্মদ এনাম, ডা. জনু মিয়া, মুহাম্মদ নাজিম উদ্দিন, আজিজ উল্লাহ ইমরানসহ শাহজালাল ক্রিকেট একাডেমি ও উল্লাস ক্রিকেট একাডেমির খেলোয়াড়বৃন্দ ।