লাইটার জাহাজকে ৯০ হাজার টাকা জরিমানা

0
44

বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, মাস্টার ছাড়া জাহাজ চালানোসহ বিভিন্ন অপরাধে ৯টি লাইটার জাহাজকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহি ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন। তিনি বাংলানিউজকে জানান, বন্দর চ্যানেলে বড় জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, মাস্টারবিহীন জাহাজ চালানো, নিরাপত্তা সরঞ্জাম না রাখা, অতিরিক্ত পণ্য বোঝাই এবং বে ক্রসিং অতিক্রমের অনুমতি না থাকায় ৯টি লাইটার জাহাজকে জরিমানা করা হয়েছে।

যেসব জাহাজকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো- এমভি রেনেটা, এমভি আল জিহাদ, এমভি ফাতেমা ওয়ালিদ, এমভি তাপস-২, এমভি মার্কেন্টাইল-৯, এমভি সাদিয়া এন্ড আমীরা, এমভি সাবাব, এমভি তানভীর তাহসিফ-২ ও এমভি সপ্তর্ষী।