লালখান বাজারের মতিঝর্না এলাকায় গুলিতে তিনব্যাক্তি আহত

0
93

মৃত্যু রক্তজায়গা দখলকে কেন্দ্র করে নগরীর খুলশী থানার লালখান বাজারের মতিঝর্না এলাকায় একটি শিল্প গোষ্ঠীর নিরাপত্তা কর্মীদের ছোঁড়া গুলিতে তিনব্যাক্তি আহত হয়েছেন।

সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটেছে বলে দাবি করছে এলাকাবাসী।

আহতরা হলেন, মতিঝর্না এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে আবু তাহের (৩৫), মৃত আবদুল মজিদের ছেলে আবুল কাসেম (৩৫) এবং আকবর আলীর ছেলে মনসুর আলী(৪৫)।

স্থানীয় বাসিন্দা আবদুল হাই অভিযোগ করেন, স্থানীয়দের উচ্ছেদ করতে নগরীর লালখান বাজার ওয়ার্ডের মতিঝর্না এলাকায় সোমবার বিকেলে হঠাৎ একেখান গ্রুপের নিরাপত্তাকর্মীরা পাশের পাহাড় থেকে এলাকাবাসীর ওপর ফাঁকা গুলি করতে থাকেন। এ সময় তিনজন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ফাঁকাগুলির খবর ছড়িয়ে পড়লে মতিঝর্না বাটালী হিলসহ বিভিন্ন স্থানের বাসিন্দারা আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন। কয়েকজন লালখান বাজার মোড়ে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করতে দেখা যায়।

ওই এলাকার মুদি দোকানী আবুল ‍হাসেম বলেন,‘প্রথমে একেখান গ্রুপের সিকিউরিটি গার্ডরা গুলি করলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাতে পারেনি খুলশী থানা পুলিশ।

থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই মো. রিয়াজ বলেন,‘বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, গুলিবিদ্ধ তিনজনকে চমেক হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এদিকে বিষয়টি অস্বীকার করেছে একেখান গ্রুপের নিরাপত্তা কর্মীরা। আল আমিন নামে এক নিরাপত্তা কর্মী বলেন,‘এ ধরণের কোন ঘটনা ঘটেনি।’