লালখান বাজারে লোহার পাইপ পড়ে শ্রমিক নিহত

0
82

নগরীর খুলশী থানার লালখান বাজার মিসমাহ করিম টাওয়ারে গভীর নলকূপ স্থাপনের কাজ করার সময় লোহার পাইপ পড়ে আবদুর রহিম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছে।  মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রহিম নোয়াখালী জেলার সুবর্ণচর চর জব্বর এলাকার মো.নাজিম উদ্দিনের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আবদুর রাজ্জাক (২৫) নামে আরেক শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলশী থানার উপ পরিদর্শ ইউচুফ আলী জানান, ‘মিসমাহ করিম টাওয়ারে গভীর নলকূপ স্থাপনের সময় লোহার পাইপ বিদ্যুতায়িত হয়।  এ সময় লোহার পাইপটি শ্রমিকদের গায়ের উপর পড়ে।  এতে ঘটনাস্থলে রহিম মারা যায়।  গুরুতর আহত অবস্থায় রাজ্জাককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো.জাহাঙ্গীর জানান, ‘বিকাল সাড়ে আবদুর রহিমকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিসক মৃত ঘোষণা করেন।  আবদুর রাজ্জাককে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ’

স্থানীয় সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি বলেন, ‘লোহাড় পাইপ পড়ে দুইজন শ্রমিক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।  টাওয়ারের মালিক ঘটনা ধামচাপা দেওয়ার জন্য একজন নিহত হয়েছে বলে প্রচার করছে। ’