লিও জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ’র অফিসারদের দিনব্যাপী ক্লাব স্কুলিং সম্পন্ন

0
111

 

লিও জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর ক্লাব অফিসারদের দিনব্যাপী ক্লাব স্কুলিং সম্পন্ন হয়েছে।এতে ৩৫ টি লিও ক্লাবের প্রায় ৩৫০ জন লিও অংশগ্রহন করে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫-বি৪, এর মাননীয় জেলা গভর্নর লায়ন শাহ আলম বাবুল পিএমজেএফ। শুদ্ধ উচ্চারণ ও মাইক্রোফোন এর ব্যবহার এর উপর ক্লাস পরিচালনা করেন প্রমা আবৃত্তি সংগঠনের সেক্রেটারি বিশ্বজিৎ পাল। ডিস্ট্রিক্ট করডিনেটর, সিনিয়র প্রেসিডেন্ট এডভাইজার, প্রেসিডেন্ট এডভাইজারদের ট্রেনিং পরিচালনা করেন লিও মাল্টিপল কাউন্সিল এর প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন সাইফুল ইসলাম, রিজিয়ন ডিরেক্টর হেড কোয়াটার, রিজিয়ন ডিরেক্টর দের প্রশিক্ষণ দেন প্রাক্তন লিওজেলা প্রেসিডেন্ট লায়ন ডাঃ মেজবাহ উদ্দিন তুহিন, ক্লাব প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট, জোন ডিরেক্টরদের প্রশিক্ষণ পরিচালনা করেন লায়ন মাইন উদ্দিন মাঈনু এবং ক্লাব সচিব, কোষাধ্যক্ষ,টেমার,টেল টুইস্টারদের প্রশিক্ষণ দেন লায়ন ডাঃ জাকিরুল ইসলাম। লিভিং অফ সাইন্স এন্ড মেডিটেশন এর উপর কাউন্সিলিং করান কোয়ান্টাম ফাউন্ডেশন এর অরগানাইজার কাজী আবু জারার।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় জেলা গভর্নর বলেন লিওদের প্রশিক্ষণ গ্রহণ ও অনুশীলনের মাধ্যমে নেতৃত্ব বিকাশের পথকে সুদৃঢ় করার আহ্বান জানান, তিনি লিও জেলার এমন উদ্যোগের ভূয়সী প্রশাংসা করেন।
লিও খলিল উল্লাহ চৌধুরী সাকিব এর সভাপতিত্বে লিও বিদেশ বড়ুয়ার পরিচালনায় আরও উপস্থিত ছিলেন মাল্টিপল লিও ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন ড: কামাল উদ্দিন,লিও ক্লাব চেয়ারম্যান লায়ন ড: হাসান মাহমুদ,লিও ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন জি.কে লালা, লায়ন শহিদ সারোয়ার ম্যাক্সিম, প্রাক্তন লিওজেলা প্রেসিডেন্ট লায়ন হেলাল উদ্দিন, লায়ন আবু নাসের রনি, লিও আনিসুল হক চৌধুরী, জেলা সহ সভাপতি লিও সাইফুল করিম আরিফ, কোষাধ্যক্ষ লিও আলী হায়দার, আরডি হেড কোয়ার্টার-১ লিও আনিসুর রহমান, জয়েন্ট সেক্রেটারি লিও জিয়াউল হক সোহেল, জয়েন্ট ট্রেজারার লিও কাশেম এ খান, সিস্টার কো-অরডিনেটর লিও কিশোয়ার জাহান চৌধুরী তুলি, লিও বায়েজিদ বিন নোমান, লিও শাহরিয়ার ইকবাল, স্কুলিং প্রোগ্রাম কো-অরডিনেটর লিও কামরুল আহসান শিশির।