লিবিয়ায় বিদ্রোহীদের হাতে তুর্কি জাহাজ আটক

0
193

লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনী তুরস্কের একটি জাহাজ আটক করেছে। রোববার স্থানীয় গণমাধ্যমের বরাতে চীনের সিনহুয়া নিউজ এ খবর জানিয়েছে।

শনিবার হাফতারের বাহিনীর মুখপাত্র আহমদ আল-মিসমারি এক বিবৃতিতে বলেছেন, তুরস্কের ওই জাহাজটিকে লিবিয়ার পূর্বাঞ্চলীয় দেরনা শহরের রাস আল-হিলাল বন্দরে নেয়া হয়েছে। সেখানে জাহাজটিকে আগাগোড়া তল্লাশি করা হয়।

হাফতারের বাহিনী থেকে পাওয়া একটি ভিডিও ফুটেজ পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যাতে দেখা যাচ্ছে- ওই বাহিনীর সদস্যরা তুরস্কের আটককৃত জাহাজটির তিন ক্রুকে জিজ্ঞাসাবাদ করছে। হাফতারের বাহিনী তুরস্কের তিন নাগরিকের পাসপোর্টের কপি প্রকাশ করেছে। তবে জাহাজটিতে কী ধরনের পণ্য বহন করা হচ্ছিল তা জানা যায় নি।

হাফতারের প্রতিদ্বন্দ্বী গ্রুপের সঙ্গে তুরস্কের সরকার একটি প্রতিরক্ষা চুক্তি সই করার পরপরই এই জেনারেল হাফতারের বাহিনীর হাতে জাহাজ আটকের খবর এলো। ২৭ নভেম্বর স্বাক্ষরিত চুক্তিটি ইতিমধ্যে তুরস্কের জাতীয় সংসদে অনুমোদন লাভ করেছে।