লোক সাংস্কৃতিক উৎসব

0
82

বান্দরবান প্রতিনিধি ॥
লোক সাংস্কৃতিক উৎসব 1লোক সাংস্কৃতিক উৎসব বান্দরবানে নাচে-গানে মাতালেন শিল্পীরা। পাহাড়ে বসবাসরত মারমা, বম, ত্রিপুরা, চাক, খেয়াং, ম্রো, খুমি, চাকমা, তংচংঙ্গ্যা’সহ পাহাড়ী নয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী শিশু, কিশোর, তরুন-তরুণী শিল্পীরা তাদের বিলুপ্তপ্রায় নিজস্ব লোকজ সংস্কৃতি তুলে ধরেন। শনিবার বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী লোক সাংস্কৃতিক উৎসব ও পিঠা মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান ৬৯ সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকীব আহমেদ চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা, জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টটিউটের পরিচারক মংনু চিং মারমা’সহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কমকর্তা, সুধিসমাজের প্রতিনিধি এবং সাংস্কৃতিক অঙ্গনের লোকজনের উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে কৃতী ও বরেণ্য লোক শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস বলেছেন, পাহাড়ী জনগোষ্ঠীর সুন্দর এবং বর্ণময় সংস্কৃতিগুলো এদেশের সম্পদ। পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিটি জাতিস্বত্তার ছন্দময় জীবনী এবং গ্রামীন জীবনের স্বকীয় সংস্কৃতিগুলো সংরক্ষণে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। গ্রামীন সংস্কৃতি আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে আধুনিক ও মর্ডাণ সংস্কৃতি চর্চায়। এই সংস্কৃতি আমাদের সংরক্ষণ করতে হবে।