লোহাগাড়ায় উপজেলা চেয়ারম্যানসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

0
71

লোহাগাড়ায় মোকতার হোসেন মানিক নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় জামায়াত নেতা ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানসহ ২৬ জন আসামি করে একটি মামলা দায়ের হয়েছে।

মোক্তারের মা নুরুন্নাহার বেগম বাদী হয়ে বুধবার রাতে লোহাগাড়া থানায় মামলাটি দায়ের করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান জানান, বুধবার রাতে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান নুরুল আবছার, মহিলা ভাইস চেয়ারম্যান গুলশান আরা বেগমসহ ২৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। এরা প্রত্যেকেই সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে জয়লাভ করেন।

অভিযুক্তদের মধ্যে নুরুল আবছার গত ৩১ জানুয়ারি উপজেলার চুনতি এলাকায় এক ধর্মীয় মাহফিলে স্থানীয় সংসদ সদস্য আবু রেজা নদভীর উপর জুতা নিক্ষেপের ঘটনায় দায়ের হওয়া মামলায় আত্মসর্মপণের পর কারাগারে আছেন।

গত রোববার রাতে লোহাগাড়ার সাতগড় গ্রামে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মানিক। একই দিন সাতকানিয়ার কাঞ্চনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন