লোহাগাড়ায় বিজ্ঞান শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা

0
99

এ.কে. আজাদ, লোহাগাড়া:
লোহাগাড়ায় বিজ্ঞান শিক্ষা বিষয়ক মতবিনিময় সভালোহাগাড়া উপজেলা বিজ্ঞান ক্লাব আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান শিক্ষার মান উন্নয়নে বিজ্ঞান শিক্ষক-শিক্ষার্থীদের সাথে গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩ শতাধিক বিজ্ঞান শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম চৌধুরীর সভাপত্বিতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিজনূর রহমান। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুর রহমান ও বার আউলিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফয়েজ উল্লাহ। সভায় ইউএনও মোহাম্মদ ফিজনূর রহমান কর্তৃক লোহাগাড়ার মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার সমস্যা এবং আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যপক মোহাম্মদ ইলিয়াছ কর্তৃক বিজ্ঞান শিক্ষা: প্রেক্ষিত লোহাগাড়া উপজেলা শীর্ষক দু’টি প্রবন্ধ প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। এতে আলোচনায় অংশ নেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোঃ মহিউদ্দীন, বার আউলিয়া ডিগ্রী কলেজের অধ্যপক মোঃ আমান উল্লাহ, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যপক মোঃ গোলাম রসুল, শাহ্পীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার পাল, মোস্তফা বেগম গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী, দঃ সাতকানিয়া গোলামবারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দীন, বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুলউলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা নুরুল হক, কলাউজান গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার দাশ সহ উপজেলার স্কুল-কলেজ-মাদ্রাসার বেশ কয়েকজন বিজ্ঞান শিক্ষক-শিক্ষার্থী বক্তব্য রাখেন।