শরীরে এখনও গ্রেনেডের স্প্লিন্টারের ক্ষত

0
76

শরীরে এখনও গ্রেনেডের স্প্লিন্টারের ক্ষত। স্প্লিন্টারগুলো অনবরত ব্যথার জাল বুনেই চলেছে। তবে এখন শরীরের যন্ত্রণার পাশাপাশি মনেও দেখা দিয়েছে হতাশা। দীর্ঘ ১৪ বছরেও বর্বরোচিত সেই গ্রেনেড হামলার বিচার শেষ না হওয়ায় ওই ঘটনায় নিহতদের স্বজন ও আহতদের মনে এমন হতাশার সৃষ্টি হয়েছে। তাদের স্বস্তি ফিরবে শুধু বিচার সম্পন্ন হলে, জড়িতরা দৃষ্টান্তমূলক শাস্তি পেলে। শুধু নিহতদের স্বজন বা আহতরাই নন, সারা দেশের মানুষই এ বর্বরোচিত হামলার বিচার দেখার প্রতীক্ষায় আছেন। তাই এখন অপেক্ষা শুধু বিচারের রায়ের জন্য।

আজ ২১ আগস্ট। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সমাবেশে ইতিহাসের জঘন্যতম ও ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটানো হয়েছিল। ভয়ংকর এ হামলায় প্রাণ হারিয়েছিলেন মহিলা আওয়ামী লীগ সভাপতি আইভি রহমানসহ ২৪ নেতাকর্মী। আহত হয়েছিলেন প্রায় চারশত মানুষ।