শহরের প্রাণকেন্দ্রে সুনশান রাতে

0
234

(শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পবর্তক পাহাড়ের পাদদেশে সুগন্ধা আবাসিকে ২ এপ্রিল রাতের বর্ণনা)

রাতের চট্টগ্রাম চারিদিকে সুনসান।
রাত-দিন ২৪ ঘণ্টা ব্যস্ত থাকা শহরের সড়কে
বিরাজ করছে সুনশান নীরবতা।
নিয়নবাতির আলো আজ অপেক্ষায় আছে
কবে কোন পথিকের সঙ্গী হবে সে।
প্রবর্তক পাহাড়ের পাদদেশে
শিয়াল কুকুরের ডাক ভেসে আসে,
গা ছমছম, গা ছমছম
বুক দুরু দুরু কাঁপে,
মনে জোর আনতে বাঁশিতে ফুঁ দেয় প্রহরী।
নিশ্চুপ চারিদিক, সুনশান রাতে নিঝুম শূন্যতা,
নির্ঘুম চোখে, জেগে আছি একা।
দূর থেকে মাঝে মাঝে ভেসে আসে
গুরুগম্ভীর রহস্যময় হুতুম পেঁচার ডাক।
নীরবতা মোড়ানো কৃষ্ণ কালো অন্ধকার ভেদ করে
কবে ফিরবে শহরের স্বাভাবিক রাত।
আঁকাশের নীল আছে তাঁরার মেলায়
কিন্তু উঁকি দিয়ে দেখার মতো মানসিকতা
আজ কারো মাঝে নাই।
এক করোনায় টাল মাটাল সব।
হে রব
হে রব
পৃথিবীতে ফিরিয়ে দাও স্বভাবিক কলর

—মির্জা ইমতিয়াজ শাওন