শাওমির ৪ ফোনে থাকবে ১০৮ মেগাপিক্সল ক্যামেরা

0
275

শাওমি ১০৮ মেগাপিক্সেলের ফোন আনছে এটা পুরানো খবর। নতুন খবর হলো, তারা একটি নয়, চারটি ফোনে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা আনতে কাজ করছে।

ছবি তোলার জন্য স্যামসাংয়ের আইএসওসেল ব্রাইট এইচএমএক্স সেন্সর ব্যবহার করবে শাওমি। এই সেন্সর ব্যবহারের ফলে সর্বোচ্চ ১২,০৩২ বাই ৯০২৪ পিক্সেল রেজুলেশনে ছবি তোলা যাবে।

শাওমির এমআই গ্যালারী অ্যাপে পুরো রেজুলেশনে ১০৮ মেগাপিক্সেল ছবি দেখার সাপোর্ট যুক্ত করা হয়েছে। যে চারটি ডিভাইসের ছবি দেখতে সাপোর্ট যুক্ত করা হয়েছে সেগুলোর কোড নেম হলো টুকানা, দ্রাকো, উমি ও সিমি।

ফোনগুলো শাওমি নাকি রেডমি ব্র্যান্ডের নাম নিয়ে আসবে তা এখনো জানা যায়নি। গত আগস্টে এক উইবো পোস্টে শাওমি ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা তৈরির কথা জানায়।

ধারণা করা হচ্ছে, আগামী বছরের প্রথম ভাগে ১০৮ মেগাপিক্সেলের ফোনগুলোর দেখা মিলতে পারে।