শাওমি কখনোই পাঁচ শতাংশের বেশি লাভ করবে না

0
91

নির্মাতা শাওমি কখনোই হার্ডওয়্যার বিক্রি করে পাঁচ শতাংশের বেশি লাভ করবে না বলে ঘোষণা দিয়েছে।

স্মার্টফোন থেকে লাইফস্টাইল পণ্য, সবকিছু বিক্রির পর তারা সর্বোচ্চ লাভ করবে ৫ শতাংশ এমনটাই বলেছেন কোম্পানিটির সিইও লেই জুন।

বরাবরই লাভের পরিমাণ কম রেখে ব্যবহারকারীদেরকে বাজেটের মধ্যে সেরা ডিভাইস দিয়ে  সুনাম কুড়িয়েছে শাওমি। তবে অন্যান্য নির্মাতারা ধীরে ধীরে দাম বাড়ানোতে সবাই আশঙ্কা করছিলেন, হয়তো শাওমিও একই পথে হাঁটবে। সে ধারণা ভুল প্রমাণ করেই লেই জুন এ বক্তব্য দিয়েছেন।

এমনকি তিনি এও বলেছেন, যদি তারা পাঁচ শতাংশের বেশি লাভ করে ফেলেন তাহলে অতিরিক্ত লাভ কর্মকর্তাদের বোনাস নয়, বরং ব্যবহারকারীদের নানা উপায়ে ফিরিয়ে দেবেন।

অবশ্য তার মানে এই নয়, শাওমি স্বল্পমূল্যের ডিভাইসই তৈরি করবে। লেই জুন সর্বমোট পাঁচ শতাংশ লাভ করার কথা বলেছেন, ফলে এমনও হতে পারে কয়েকটি ডিভাইসের মূল্য আকাশছোঁয়া হওয়ার পরও সর্বমোট লাভ পাঁচ শতাংশেই রয়ে যাবে।

তবে শিগগিরই বাজেট ডিভাইস ক্রেতাদের মধ্যে কদর কমছে না শাওমির।