শাটল ট্রেনে বগির নাম মুছে দিল ছাত্রলীগ

0
79

123গ্রুপিং ঠেকাতে শাটল ট্রেনের বগি থেকে বিভিন্ন গ্রুপের নাম মুছে দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বী সুজনের নেতৃত্বে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এ কর্মসূচি শুরু করেন নেতাকর্মীরা।

এসময় উপগ্রুপ বা বগি নির্দেশ করে এ ধরনের চিকা, টি-শার্ট, লোগো প্রভৃতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।  পুরো প্রক্রিয়াটি সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

কর্মসূচিতে নেতাকর্মীরা টিপু-সুজন পরিষদের নামে স্লোগানে স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন। পাশাপাশি এই যুগান্তকারী পদক্ষেপ নিয়ে তারা আশাবাদী এবং গ্রুপিং নিরসনে এই পদক্ষেপ কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করেন।  বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও এ পদক্ষেপের প্রশংসা করেন।

পরে চবি ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বী সুজনের নেতৃত্বে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত ও শুভেচ্ছা মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। এসময় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চবি ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।