শামসুর ফিফটিতে খুলনার সংগ্রহ ১৪৫

0
86

শামসুর রহমান শুভর ফিফটিতে খুলনা টাইগার্সের সংগ্রহ ৯ উইকেটে ১৪৫ রান। রাজশাহী রয়্যালসের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ২৯ রানে টপঅর্ডার ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে খুলনা।

দলের এমন কঠিন পরিস্থিতে দায়িত্বশীল ব্যাটিং করে সম্মানজনক পজিশনে নিয়ে যান জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া শামসুর রহমান শুভ। ৪৬ বলে ৪টি চার ও এক ছক্কায় ৫৫ রান করে ইনিংস শেষ হওয়ার ১১ বল আগে সাজঘরে ফেরেন শুভ। এছাড়া ২৪ বলে ৩৫ রান করেন রাইলি রুশো। ২৬ বলে ৩১ রান করেন রবি ফ্যাঙ্কলিংক।

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএল সপ্তম আসরের ১৮তম ম্যাচে ব্যাটিংয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম বিপদে পড়ে যায় খুলনা। আন্দ্রে রাসেল ও কামরুল ইসলাম রাব্বিদের গতির মুখে পড়ে ২৯ রানে প্রথম সারির চার ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে খুলনা।

খুলনার হয়ে খেলা আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ইনিংসের প্রথম ওভারে আন্দ্রে রাসেলের করা প্রথম বলেই বাউন্ডারি হাঁকান। দ্বিতীয় বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। ব্যাটিং প্রমোশন নিয়ে ওপেনিং পজিশনে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ইনিংসের প্রথম ওভারে আন্দ্রে রাসেলের করা পঞ্চম বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন খুলনার এ ওপেনার।

ইনিংসের প্রথম ৫ বলে ৬ রানের ব্যবধানে দুই ওপেনার রহমানউল্লাহ ও মিরাজের উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়া দলকে খেলায় ফেরানোর আগেই বিপদে পড়েন অধিনায়ক মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত।

পঞ্চম ওভারে কামরুল ইসলাম রাব্বির করা ওভারের দ্বিতীয় বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মুশফিক। ঠিক পরের বলে ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই কামরুল ইসলামের দ্বিতীয় শিকার শান্ত।

পরপর দুই বলে ২ উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন কামরুল ইসলাম রাব্বি। কিন্তু ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া ওপেনার শামসুর রহমান শুভ রাজশাহীর পেসার রাব্বিকে হ্যাটট্রিক করতে দেননি। রাব্বির করা পঞ্চম ওভারের চতুর্থ বলটি দেখে-শুনে কোনো রকমে ঠেকিয়ে দেন।