শারীরিক কসরতের মাধ্যমে মুক্তিযুদ্ধের নানা ইতিহাস ঐতিহ্য

0
88

নগরীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এরকম শারীরিক কসরতের মাধ্যমে মুক্তিযুদ্ধের নানা ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন। এর আগে স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেয় নগরীর ৬৮টি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী।

সকাল সাড়ে আটটা থেকে শুরু হয় এই কুচকাওয়াজ।এতে স্ব স্ব স্কুলের ইউনিফর্ম পরে ধারাবাহিকভাবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা পুরো মাঠ প্রদক্ষিণ করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন। এসময় অন্যদের মধ্যে ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম, নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, জেলা প্রশাসক সামসুল আরেফিন, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা প্রমুখ।

কুচকাওয়াজ শেষে সকাল পৌনে দশটার দিকে শুরু হয় শারীরিক কসরত প্রদর্শনী। কুচকাওয়াজ ও শারীরিক কসরত শেষে সেরা স্কুল-কলেজকে পুরস্কার দেওয়া হয়।