শাহজালাল হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে উত্তাল চবি

0
139

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুলতান আহমদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন ওই হলের আবাসিক ছাত্ররা।

বুধবার (২৪ এপ্রিল) বিকেল ৫টা থেকে শাহজালাল হলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ও সড়কে টায়ার জ্বালিয়ে আন্দোলন করছেন তারা।

আন্দোলনত ছাত্ররা জানান, দীর্ঘদিন ধরে হলে পানির সমস্যা রয়েছে। টয়লেট, কেন্টিন অপরিষ্কার, উপরের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। সংস্কারের জন্য এসব বিষয়ে প্রভোস্ট সুলতান আহমদকে বারবার বলা হলেও তিনি কোনো উদ্যোগ নেননি। তাই বাধ্য হয়ে তার পদত্যাগের দাবিতে এ আন্দোলন করছেন তারা।

ছাদ থেকে পড়া পলেস্তারাশাহজালাল হলের আবাসিক ছাত্র শ্রাবন মিজান বলেন, দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত আছে এ হল। উপরের ছাদ থেকে বড় বড় পলেস্তারা খসে পড়ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রভোস্টকে এসব বিষয়ে বারবার বলা হয়েছে। তিনি কোনো উদ্যোগ নেননি। তাই তার পদত্যাগের দাবিতে আমাদের এই আন্দোলন।

শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুলতান আহমেদ বলেন, তাদের এসব অভিযোগ মিথ্যা। জোর করে কোনো কিছু আদায় করা যায় না। জোর করে যদি আদায় করতে চায়, তাহলে তারা আন্দোলন করুক।