শাহজাহান চৌধুরীসহ কমপক্ষে পাঁচ’শ জনকে আসামী করে মামলা

0
114

নগরীর কোতয়ালি থানার স্টেশন রোড এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ hotal vangcorকমপক্ষে চার থেকে পাঁচ’শ জনকে আসামী করে একটি মামলা দায়ের হয়েছে।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) আবুল কালাম বাদি হয়ে সোমবার মামলাটি দায়ের করেছেন।

মামলায় নগর জামায়াতের নায়েবে আমির ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, নগর জামায়াতের সেক্রেটারি জেনারেল নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর (উত্তর) শিবির সভাপতি আ ম ম মশরুর হোছাইন, সাধারণ সম্পাদক নূরুল আমিন, নগর (দক্ষিণ) শিবিরের সভাপতি সোহেল রানা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতিসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচশজনকে আসামী করা হয়েছে।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন জানিয়েছেন, আসামীদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, কর্তব্যকাজে বাধাদান, গাড়িতে অগ্নিসংযোগ এবং বিস্ফোরক আইনে অভিযোগ আনা হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যে ৬টার দিকে নগরীর স্টেশন রোডে শিবির মিছিল বের করে নাশকতার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় পুলিশের এক সার্জেন্টসহ ৬জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ দু’জনকে আটক করে।