শাহরিয়ার আলমের বিক্ষোভ সমাবেশে ককটেল

0
93

শাহরিয়ার আলমরাজশাহীর বাঘা উপজেলায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিক্ষোভ সমাবেশে ককটেল হামলার ঘটনা ঘটেছে। সন্ধ্যায় উপজেলার মীরগঞ্জে উচ্চ বিদ্যালয় মাঠে অয়োজিত সমাবেশ শেষে এই ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে। সূত্র জানায়, ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ, পেট্রলবোমা মেরে মানুষ হত্যা ও নাশকতার প্রতিবাদে উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মীরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বিকালে বিক্ষোভ সামাবেশ চলছিল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম। সমাবেশের শেষ মুহুর্তে উপস্থিত নেতাকর্মীরা যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেলেন তখন সমাবেশ স্থান থেকে মাত্র ২৫০ থেকে ৩০০ গজ দুরে বিকট শব্দে পরপর ৩টি ককটেল বিষ্ফোরণ ঘটে। এতে সমাবেশ স্থল ও আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩ থেকে ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা যায়নি।