শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের উদ্বোধন

0
198

 

 

নগরীর আইস ফ্যাক্টরী রোডস্থ নবনির্মিত শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেট এর গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন,

মহান আল্লাহ ব্যবসা কে হালাল আর সুদ কে হারাম করেছেন তাই ব্যবসা বানিজ্যে সততার স্বাক্ষর রাখতে পারলে হইকাল ও পরকালে কল্যাণ নিশ্চিত।

আ.জ.ম নাছির, রেলওয়ের পরিত্যক্ত ভূমিতে নান্দনিক মার্কেট নির্মাণ করায় কর্তৃপক্ষ কে অভিনন্দন জানিয়ে বলেছেন,  এক সময়ের মাদকের স্বর্গরাজ্য খ্যাত এই এলাকায় মার্কেট নির্মিত হওয়ায় অনেকের ভাগ্য বদলের সুযোগ হয়েছে। যারা পুথপাত দখল করে বানিজ্য করছে তাদের কারণে নগরীকের চলাফেরা কষ্টদায়ক হয়ে পড়েছে অচিরেই নগরীর ভ্যান চালিত সব অবৈধ ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। অবৈধ ব্যবসায়ীরা এসব মার্কেট ব্যবসার নোঙর করলে সরকারের উন্নয়ন চোখে পড়বে নাগরিক দূর্ভোগ লাগব হবে।

৫ মে রবিবার ২ টায় শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের নাম পলক উম্মোচন করে মার্কেট উদ্বোধন করেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। মার্কেট উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আ.জ.ম নাছির উদ্দিন আইস ফ্যাক্টরী রোড ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ শাহ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেট সভাপতি সাবেক কমিশনার জহির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ: প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, রেলওয়ে বিভাগীয় ম্যানেজার মোঃ বোরহান উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবীদ ও ব্যবসায়ী মোহাম্মদ আইয়ূব আলী, মহানগর আওয়ামীলীগ নেতা মশিউর রহমান চৌধুরী, রাজনীতিবীদ এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, বিশিষ্ট ব্যবসায়ী জানে আলম, কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, এস.এ কর্পোরেশন এর জিএম সঞ্জিব রায়, প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ মতিউর রহমান সম্রার্ট।