শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল

0
108

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক গত ১২ ও ১৩ আগস্ট গৃহীত ১৩তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।
%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%aa
পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদেরকে টেলিটকের এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে।

উক্ত পরীক্ষায় স্কুল-২ পর্যায়ে, স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে ১২ লাখ ৭ হাজার ৬শ’ ৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

তন্মধ্যে স্কুল-২ পর্যায়ে ৪৬১ জন, স্কুল পর্যায়ে ১৩ হাজার ৮শ’ ৬৮ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৬শ’ ৪৪ জনসহ সর্বমোট ১৮ হাজার ৯শ’ ৭৩ জন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

উল্লেখ্য, ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে ২৩টি, স্কুল পর্যায়-২ এ ১৯টি এবং কলেজ পর্যায়ে ৩৫টি সহ সর্বমোট ৭৭টি বিষয়ে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। -বাসস।