শিক্ষক সমিতি বান্দরবানের সম্মেলনে চাকরি জাতীয়করণের দাবী

0
73

 

বাংলাদেশ শিক্ষক সমিতি বান্দরবান জেলা শাখার ত্রি-বার্ষিক শিক্ষক প্রতিনিধি সম্মেলন গতকাল বিকাল ২ টায় স্থানীয় হোটেল এম আমিরাবাদ হলে অনুষ্ঠিত হয়।রেইছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মেহ্রী মারমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্ভোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মোঃ মোস্তফা, । দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে, শিক্ষকদের সামাজিক মর্যাদা রক্ষায়, চাকরির নিরাপত্তা বিধানে এবং আর্থিক স্বচ্ছলতার প্রয়োজনে বেসরকারী শিক্ষকদের চাকরি জাতীয়তকরণ এখন সময়ের দাবী উল্লেখ করে বক্তব্য রাখেন সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহ-সভাপতি গোলাম রহমান । প্রধান বক্তা বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম, এ ছফা চৌধুরী বলেন, আগামী দিনের দেশ ও জাতি গঠনের যোগ্য নাগরিক তৈরি করতে হলে প্রয়োজন মান সম্মত শিক্ষা । সমযোগ্যতা সমঅভিজ্ঞতা ও সমপদে নিয়োজিত দায়িত্ব পালনকারী শিক্ষকদের মাঝে সরকারি বেসরকারি অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থা বজায় রেখে মান সম্মত শিক্ষা কোনভাবেই সম্ভব নয়। তিনি ৮ম পে স্কেল অনুযায়ী সরকারি স্কুল কলেজ এর শিক্ষকদের অনুরুপ বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়ীভাড়া, চিকিৎসাভাতা, পূর্ণাঙ্গ উৎসবভাতা, বৈশাখীভাতা ও পাহাড়ীভাতা প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবী জানান। অবিলম্বে এম পি ও ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অবসর ভাতা ও কল্যাণট্রাস্টের জন্য ৪ শতাংশ বর্ধিত চাঁদা কর্তনের শিক্ষক স্বার্থ পরিপন্থী, অযৌক্তিক, অমানবিক সিদ্ধান্তের গেজেট স্থগিত নয় প্রত্যাহার করে অবসর ভাতা ও কল্যাণট্রাস্টের জন্য ৬ শতাংশ চাঁদা কর্তনের বর্তমানে প্রচলিত ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে বক্তব্য রাখেন সম্মেলনের বিশেষ অতিথি বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার যুগ্মসচিব মোঃ সাইফুল ইসলাম চৌধুরী , এ এম ইমতিয়াজ, মহানগরী শাখার সাংস্কৃতিক সচিব এস এম আক্কাস উদ্দিন । ত্রি-বার্ষিক শিক্ষক প্রতিনিধি সম্মেলনে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈমান আলী এর সঞ্চলনায় বেসরকারী শিক্ষকদের চাকরি জাতীয়তকরণ এর দাবি আদায়ের লক্ষ্যে সকল স্তরের শিক্ষক কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানিয়েএবং চাকরি জাতীয়করনের দাবি মেনে নিয়ে শিক্ষকদের সামাজিক মর্যাদা রক্ষায় এগিয়ে আসার জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়ে শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য আরো রাখেন- হিতোষ্ময় বড়–য়া,মোঃ নুরুল কবির,মোঃ শহিদুল হক, এ এইচ এম জিয়াউর রহমান,মোঃ ফাউজুল কবির,অংশীপ্রু মারমা,কাঞ্চন দাশ, বিশুদ্ধানন্দ বড়–য়া প্রমূখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে রেইচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহ্রী মারমা কে সভাপতি এবং চেমি ডলুপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিতোষ্ময় বড়–য়া কে সচিব করে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ শিক্ষক সমিতি বান্দরবান জেলা শাখার ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।