‘শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সততা স্টোর গুরুত্বপূর্ণ অবদান রাখবে’

0
148

নগরীর আকবর শাহ্ থানাধীন ৯নং উত্তর পাহড়তলী ওয়ার্ডস্থ পাহাড়তলী গালর্স স্কুল এন্ড কলেজের সততা স্টোর উদ্বোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম বলেন কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সততা স্টোর গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ সততা স্টোর হতে সকল মুনাফা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হত দরিদ্র তহবিলে প্রদান করা হবে। এ স্টোরে যত বেশি বিক্রী হবে গরিব শিক্ষার্থীরা তত সুবিধাভোগ করবে। তাই শিক্ষার্থীদেরকে দোকান ম্যানেজার ও বিক্রয়কর্মী ছাড়া এ সততা স্টোর থেকে নিজ নিজ প্রয়োজনীয় জিনিস ন্যায্য মূল্যে কিনে সততা স্টোরের ক্যাশ বাক্সে নিজেই জমা দিতে হবে। শিক্ষার্থীদের এ ক্ষুদ্র পরিসর হতে সত হয়ে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, তবেই আমাদের এদেশ সৎ নাগরিক দ্বারা পরিচালিত হবে এবং দেশকে দুর্নীতিমুক্ত রাখতে শপথ নিতে হবে। অদ্য ৬ মার্চ বুধবার দুপুর ১২টায় কলেজের সততা স্টোর উদ্বোধন কালে এ আশাবাদ ব্যক্ত করেন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মোঃ ওমর ফারুক সুমন, মোঃ কামাল মিয়া, মোঃ আলী, আবু বক্কর সিদ্দিক, আব্দুল্লাহ আল বাকি, সহকারী প্রধান শিক্ষক শাহ মোঃ ইমরান প্রমুখ। অনুষ্ঠানের বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে সততা স্টোরের শুভ উদ্বোধন করেন।