শিক্ষা অন্বেষা মেধাবৃত্তি’র ফল প্রকাশের সভা অনুষ্ঠিত

0
227

শিক্ষা অন্বেষা ফাউন্ডেশন (সাফ্), চট্টগ্রাম কর্তৃক পরিচালিত শিক্ষা অন্বেষা মেধাবৃত্তি পরীক্ষা ২০১৮ এর ফল প্রকাশ উপলক্ষে এক সভা ৮ ডিসেম্বর, সন্ধ্যা ফাউন্ডেশনের চন্দনপুরাস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মির্জা মুহাম্মদ শহীদুল্লাহ্, মেধাবৃত্তি কেন্দ্রীয় কমিটির সভাপতি শিক্ষাবিদ্ শামসুদ্দীন শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পরীক্ষা ও ফলাফল বিষয়ে আলোচনা অংশ নেন, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মো. জসীম উদ্দিন চৌধুরী, মেধা বৃত্তি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ অধ্যাপক সাইফুর রহমান চৌধুরী, ট্রাস্টি শিক্ষকবন্ধু অসিত কুমার লালা, জহির সিদ্দিকী, এন.এম. তালুকদার, রাশেদ চৌধুরী, মো. আলমগীর চৌধুরী হেলাল, এবিএম আবদুল কাদের, লায়ন কাজী এম. হাবিব রেজা, আলী আকবর চৌধুরী সেলিম।
মেধাবৃত্তি পরীক্ষা-২০১৮ এর ফলাফল ফেইজবুক পেইজ ঃ “শিক্ষা অন্বেষা ফাউন্ডেশনে”- এ পাওয়া যাবে। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের তারিখ ও স্থান যথাসময়ে এস.এম.্স ও পত্রের মাধ্যমে জানানো হবে।