শিক্ষা ও সাহিত্য-সংস্কৃতি মেধা মননে বাঁশখালীর শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে

0
70

বাঁশখালীর গন্ডমারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহিদা আকতার জাহান বলেন, বাঁশখালীর ছেলে মেয়েরা বিভিন্ন স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ে লেখা পড়ার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতিক কর্মকান্ডে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামের নামকরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বাঁশখালীর অধিকাংশ শিক্ষার্থী মেধা ও যোগ্যতায় দখল করে নিয়েছে। গতকাল রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় গন্ডমারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার জাহান উপরোক্ত কথাগুলো বলেন।
গন্ডমারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাসান মুরাদ চৌধুরীর সভাতিত্বে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার ইশতিয়াক আহমদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুদৌলা চৌধুরী,গন্ডামারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামশুল আলম ছিদ্দিকী,কাপোসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের অধ্যাপিকা হাসনা হেনা চৌধুরী, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইদ্রস,বানীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম সালা উদ্দীন, চাম্বাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, নুরুল কাদের, যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রোকসানা আকতার, ইউপি সদস্য কহিনুর আকতার, যুবলীগ নেতা মো. ইদ্রিস, আবু ছালেহ, দক্ষিণ জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুদ্দিন খালেদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী রহিমা বেগম, সেলিনা বেগম, রেহেনা বেগম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দিদারুল আলম, শাহেনা আকতার, ওসমান গনি,আবিদ উল্লাহ, নুরুল হাকিম প্রমুখ।