শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা

0
68

শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনাএম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন,বর্তমান প্রতিযোগিতাময় বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। যে জাতি যত বেশি শিক্ষিত,সে জাতি তত বেশি উন্নত। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতিও আগ্রহী হতে হবে। বর্তমানে ত্রিকেটের দিক দিয়ে দেশ অনেক এগিয়ে গেছে। সোমবার রাঙামাটির শহীদ আবদুল আলী একাডেমী স্কুল এন্ড কলেজে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এ কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা গোলজার আহমেদ খান,জেলা পরিষদ সদস্য জানে আলম,রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নতুন নতুন ভবন নির্মান,পুরাতন ভবন সংস্কার, কম্পিউটার ল্যাব স্থাপন করে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন,১৯৭১ সালে বন্ধবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে ছিলেন এই দেশের মানুষের মুখে দু’মুঠো অন্ন ও শিক্ষা দীক্ষায় এদেশের মানুষকে শিক্ষিত করার জন্য। তিনি বলেন,তোমরাই আগামী দিনের ভবিষ্যত। মুক্তিযোদ্ধারা এই দেশকে একটি সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিল তা তোমারাই বাস্তবায়ন করবে। এই দেশকে একটি সমৃদ্ধশালী দেশ গড়তে তোমাদেরই এগিয়ে আসতে হবে। তিনি বলেন,অচিরেই এই বিদ্যালয়ের একাডেমীক ভবন নির্মান কাজ শুরু করা হবে। এজন্য রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তিনি শিক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে পড়াশুনা করার আহবান জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,আগামীতে এই বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ ৫,প্রাপ্তদের ১০হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে। এতে এই স্কুলের শিক্ষারমান বৃদ্ধিপাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।