শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানাল ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্ট

0
65

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুটি বাসে ছাত্রশিবিরের সন্ত্রাসীদের ককটেল হামলা এবং ভাংচুরের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্র ইউনিয়ন ও নগর ছাত্রফ্রন্ট।

বৃহস্পতিবার বিকেলে যৌথ বিক্ষোভ মিছিলটি চেরাগি পাহাড় থেকে শুরু হয়ে প্রেসক্লাব চত্বর ঘুরে আন্দরকিল্লায় গিয়ে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চট্টগ্রাম নগর শাখার সভাপতি আল কাদেরী জয়।

ছাত্রফ্রন্ট নেতা পার্থ প্রতিম নন্দীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল কান্তি বৈষ্ণব, সাধারন সম্পাদক তপু বড়ুয়া, সহ সভাপতি দেবাশীষ ধর।

সমাবেশে বক্তারা বলেন, জামাত শিবিরের সন্ত্রাসী বাহিনী চবি ক্যাম্পাসে তাদের আধিপত্য বজায় রাখতে বোমা হামলা, ভাংচুর কার্যক্রম অব্যহত রাখছে। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপরও হামলা চালিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং শিক্ষকদের উপরও অমানবিক আক্রমণ চালাচ্ছে।

তারা বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রশিবির ক্যাম্পাসে এরকম অহরহ হামলা চালিয়ে আসলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার কোন প্রদক্ষেপ গ্রহন করেনি।

সকল বিশবিদ্যালয়ে ছাত্রশিবিরের রাজনীতি বন্ধ করতে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ঐক্যবদ্ধ আন্দোলনের দাবি জানান বক্তারা।